বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

নাচোলে যক্ষ্মা ও কুষ্ঠ রোগবিষয়ক মতবিনিময় সভা 

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

নাচোলে যক্ষ্মা ও কুষ্ঠ রোগবিষয়ক মতবিনিময় সভা 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যক্ষ্মা ও কুষ্ঠ রোগবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমিয়েন ফাউন্ডেশন নাচোলের উদ্যোগে উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় রুমে রোববার (২৬ নভেম্বর) বেলা ১০টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি দেবাশীষ বর্মণের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুর রহমান বিপ্লব। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাকাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিলা বেগম, যক্ষ্মা-কুষ্ঠ ক্লিনিকের কর্মকর্তা নবীউল আলম ও এমটি (ল্যাব)-এর গোলাম মোর্শেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেপুরের ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, সাংবাদিক, নারী প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

যক্ষ্মা ও কুষ্ঠ রোগবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) আরএমও ডা. আসাদুর রহমান বিপ্লব ও  যক্ষ্মা-কুষ্ঠ ক্লিনিকের কর্মকর্তা নবীউল আলম।

টিএইচ